ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

তথ্য ব্যবস্থাপনায় অগ্রণী ব্যাংকের তাৎপর্যপূর্ণ অগ্রগতি

প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের চাহিদার প্রেক্ষিতে শাখা বা অঞ্চল থেকে ভিন্ন ভিন্নভাবে তথ্য/ বিবরণী প্রেরণ করা হয়ে থাকে। এটি একটি পুরনো পদ্ধতি। এতে তথ্যসমূহ একীভূতকরণ ও সমন্বয়করণে সময় বেশি ব্যয় হয় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। শাখা কর্তৃক সঠিক সময়ে নির্ভুল তথ্য প্রেরণ এবং প্রধান কার্যালয় কর্তৃক তা সংগ্রহের লক্ষ্যে আইটি অ্যান্ড এমআইএস ডিভিশন কেন্দ্রীয়ভাবে নতুন একটি অটোমেটেড সেন্ট্রাল ডাটাবেজ প্রচলন করেছে।

 উপরোক্ত কেন্দ্রীয় তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়িত হলে নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যাবে:-

           ১। মানব সম্পদের সঠিক ব্যবহার এবং অপচয় কম হবে।

           ২। শাখার চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সিআইবি ডাটা সরবরাহ করা যাবে।

           ৩। বিভিন্ন ডিভিশনের মধ্যে কাজের সুন্দর সমন্বয় হবে।

           ৪। বিভিন্ন ডিভিশনের তথ্যের গরমিল/ পার্থক্য নিরসন হবে।

           ৫। কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণে গতি বাড়বে।  

প্রতিবেদক: এ এইচ এম জহিরুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.