অসীম সাহা’র কবিতা

অসীম সাহা (জন্ম: ২০-০২-১৯৪৯) হলেন একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে ।
অগ্রগামী অগ্রণী ব্যাংক
অগ্রগামী অগ্রণী ব্যাংক, সবার চেয়ে ভালো,
সেবার মানে সবার ঘরে জ্বালছে শুধু আলো।
সবচে’ সফল ব্যাংকটি তাদের, সবার উচ্চে স্থান,
এই দেশেরই উন্নয়নে রাখছে অবদান।
ধাপে ধাপে সামনে চলে, এক নম্বর র্যাংক,
নামেই শুধু অগ্রণী নয়, কাজেও সেরা ব্যাংক।