ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

১৬ই ডিসেম্বর ১৯৭১

সেই ১৯৭১,
কত রোদ ঝড় বৃষ্টিতে যুদ্ধে
ছিনিয়েছিল তোমার মান,
তোমার তরে লুটিয়েছিল
কত শহীদ অকাতরে প্রাণ
সেই শিশিরে ভেজা প্রভাত বেলা
যখন শুনেছিলাম বিজয়ের গান,
উচ্চ শিরে ধানের ক্ষেতে উড়িয়েছিলাম
তোমার বিজয় নিশান।
লক্ষ শহীদ হারালো প্রাণ
কত মা-বোন দিয়েছিল সম্ভ্রম,
বুদ্ধিজীবীরা দিয়েছিল বুদ্ধি-মনন
সন্তান- স্বামী হারা হয়েছিল কত শত জন।
তবুও তোমায় স্বাধীন করে
দিয়েছিল প্রতিশোধের যোগ্য উত্তর,
বিজয়ের স্বাদ পেয়েছিল জাতি
সেই ১৬ ই ডিসেম্বর ১৯৭১।  

পার্থ প্রতিম দে, সিনিয়র অফিসার (আইসিটি), অগ্রণী ব্যাংক লিমিটেড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.