ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী’র শুদ্ধাচার পুরষ্কার ২০১৮-২০১৯

<p

শুদ্ধাচার হল মানবাধিকার, সাম্য, সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার গুরুত্ব অপরিসীম। এখানে অর্থ সংক্রান্ত কর্মকান্ড নিয়ে সকল বিষয় আবর্তিত হয় বিধায় অনিয়ম, অসাধুতা, অনৈতিকতার চর্চা যেকোন মূল্যে প্রতিরোধ করা প্রয়োজন। তাই, সরকারের নির্দেশনা মোতাবেক অগ্রণী ব্যাংকে শুদ্ধাচার চর্চার কাজ ক্রমাগত প্রসারিত হচ্ছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রতিনিয়ত শুদ্ধাচার চর্চায় উৎসাহিত করে যাচ্ছেন।

 শুদ্ধাচারের ২০টি সূচকের উপর মার্কিং করে প্রদান করা হয় শুদ্ধাচার পুরস্কার। সূচকগুলো হচ্ছে (১) পেশাগত জ্ঞান ও দক্ষতা (২) সততার নিদর্শন (৩) নির্ভরযোগ্য ও কর্তব্যনিষ্ঠা (৪) শৃঙ্খলাবোধ (৫) সহকর্মীদের সঙ্গে আচরণ (৬) সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ (৭) প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা (৮) সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা (৯) তথ্য প্রযুক্তি ব্যবহারের পারদর্শিতা (১০) পেশাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা (১১) প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার (১২) উদ্ভাবন ও সৃজনশীলতা চর্চা (১৩) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা (১৪) সোশ্যাল মিডিয়া (সামাজিক গণমাধ্যম) ব্যবহার (১৫) তথ্যের গোপনীয়তা রক্ষা (১৬) উপস্থাপন দক্ষতা (১৭) প্রতিষ্ঠানের আধুনিকায়নে আগ্রহ (১৮) অভিযোগ প্রতিকারে সহযোগিতা (১৯) সংশ্লিষ্ট আইন ও বিধানাবলী সম্পর্কে আগ্রহ ও পরিপালনে দক্ষতা (২০) কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রম । ২০১৮-১৯ অর্থ বছরে বিভিন্ন গ্রেডে ৬ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তগণ হলেন (১) আজিজুল হক, উপ-মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়, সিলেট পশ্চিম অঞ্চল (২) মো. মজিবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, বিএসইউসিডি, প্রধান কার্যালয়, ঢাকা (৩) মো. আফতাবুজ্জামান, প্রিন্সিপাল অফিসার/ ব্যবস্থাপক, হাকিমপুর শাখা, দিনাজপুর (৪) জনাব মো. মনিরুল ইসলাম, সিনিয়র অফিসার, আঞ্চলিক কার্যালয়, চাপাইনবাবগঞ্জ (৫) কাজী নজরুল ইসলাম, সিএলডিএ, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং (৬) মরহুম মাহমুদ হাসান, গাড়ীচালক, ফরিদপুর সার্কেল অফিস।

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.