টাউন হল মিটিং

দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার জন্য এবং অগ্রণী ব্যাংককে এগিয়ে নেবার লক্ষ্যে নতুন ও সৃজনশীল কর্মসূচী দিয়ে যাচ্ছেন মোহম্মদ শামস্-উল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে তিনি ব্যাংক চালাতে যেয়ে চিন্তা করে দেখলেন যে, শুধু ম্যানেজার কনফারেন্স করে বা ম্যানেজারদের সাথে কথা বললে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা শাখার অন্যান্য কর্মকর্তার কাছে সরাসরি পৌঁছায় না। তাই শুধু ম্যানেজারদের সাথে কনফারেন্স না করে শাখা বা অঞ্চলের সকল অফিসারদের নিয়ে সভা করলে সুফল পাওয়া যাবে। এই ভাবনা থেকেই তিনি টাউন হল মিটিং কর্মসূচির প্রবর্তন করেন। এভাবে তিনি বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকের সকল তরুণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন। এই সভাগুলো অনুষ্ঠিত হয় বিকেল ৩ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যেখানে তিনি সর্বস্তরের কর্মকর্তাদের বক্তব্য শুনেন এবং তৎপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ইতোমধ্যে এরকম সভা হয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সার্কেলে এবং ঢাকার আটটি কর্পোরেট শাখা নিয়ে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে। উক্ত সভাগুলোতে তাঁর সাথে বিভিন্ন সময়ে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং সার্কেলের মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত থাকেন। উক্ত সভাগুলোতে এমডি মহোদয় অগ্রণী ব্যাংককে দেশের সেরা ব্যাংকে রূপান্তর করার জন্য পরিকল্পনা উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। দেশের ইকোনমিতে অগ্রণী ব্যাংক যাতে একটা কমান্ড রাখতে পারে সেই বিষয়ে গা ঝাড়া দিয়ে সবাইকে উদ্যেগী হতে বলেন তিনি। এ লক্ষ্য অর্জনে তিনি সবাইকে একযোগে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান ।
