ঝিনাইদহের খালিশপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ৯৫৬তম শাখা উদ্বোধন

ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে গত ২০-১২-২০১৯ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড, খালিশপুর বাজার শাখা, ঝিনাইদহ নামে ব্যাংকের একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম মনিরুজ্জামান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা এবং ব্যাংকের সম্মানীত মহাব্যবস্থাপক, মোঃ আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেল, খুলনা, মোঃ ফরিদুল আলম সহ ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের সম্মানীত উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, সদর উদ্দিন আহমেদ।