মৌলভীবাজার কর্পোরেট শাখার ৭২ (৬ যুগ) বছর পূর্তি উদযাপন
গত ৭-০১-২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার কর্পোরেট শাখার ৭২ (৬ যুগ) বছর পূর্তি অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় । ১৯৪৭ সালের ২৭ আগস্ট মৌলভীবাজারে এই শাখার মাধ্যমে হাবিব ব্যাংক বাংলাদেশে যাত্রা শুরু করে, এই অর্থে মৌলভীবাজার শাখা অগ্রণী ব্যাংকের সর্বপ্রথম শাখা। এই শাখার ৬ যুগ পূর্তি সাড়ম্বরে উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। তিনি শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন ও উৎসবমুখর পরিবেশে কেক কেটে ৭২ বছর পূর্তি উদযাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস। এছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দের মধ্যে ছিলেন আবদুস সালাম মোল্যা, মাহমুদুল আমীন মাসুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মনোয়ার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে সবাইকে অভিবাদন জানান শাখা প্রধান ও সহকারী মহাব্যস্থাপক বৈষ্ণব চন্দ্র দাস। এই অনুষ্ঠানে মৌলভীবাজার শাখার ৭২ বছরের ইতিহাস তুলে ধরেন আল আমিন বিন হাসিম, সদস্য সচিব, অগ্রণী ব্যাংক ইতিহাস প্রণয়ন ও আরকাইভ গঠন টিম। উপস্থিত শাখার সম্মানিত গ্রাহকগণ শাখা প্রধানের সহযোগী মনোভাব ও শাখার সার্ভিস নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
অনুষ্ঠানে একটি বিশেষ চমক ছিল এমডি মহোদয়ের জন্মদিন উদযাপন, তাৎক্ষণিক কেক কেটে আনন্দ মুখর পরিবেশে জন্মদিন উদযাপিত হয়।