ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

ঢাকা দক্ষিণ অঞ্চলের গ্রাহক সমাবেশ ও টাউন হল মিটিং

অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা দক্ষিণ অঞ্চল এর গ্রাহক সমাবেশ ও টাউন হল মিটিং আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও মো. রফিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপকবৃন্দ। ঢাকা দক্ষিণ অঞ্চল ও অঞ্চলাধীন শাখা সমূহের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গ্রাহকদের বক্তব্য শুনেন এবং গ্রাহকদেরকে কীভাবে ব্যাংকের সেবার সাথে আরও সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ উত্তম কুমার পাল, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী দ্বীন মোহাম্মদ, ব্যবসায়ী ও সমাজসেবক হাজী জাবেদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ ফরিদ আহমেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.