অগ্রণী ব্যাংকে করোনা (Covid-19) ভাইরাস সম্পর্কে সচেতনতা কর্মসূচি
সম্প্রতি কর্পোরেট স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আওতায় প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কোভিড-১৯ ভাইরাস বিষয়ক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। ব্যাংকের চিফ মেডিকেল অফিসার ড. ইন্দিরা চৌধুরী, এজিএম কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে সম্যক ধারনা প্রদান করেন। তিনি সকলকে সচেতন এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ সর্বস্তরের নির্বাহীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।