করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা ও করণীয়
উপরুক্ত শিরোনামে প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ অ্যান্ড সাবসিডিয়ারিজ/ইউনিট কন্ট্রোল ডিভিশনের নির্দেশ পরিপত্র নং বিএসইউসিডি/২৩/২০২০ তারিখ ১৯/০৩/২০২০ জারি হয়েছে। সার্কুলারের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং আইইডিসিআর লোগো সম্বলিত একটি জনসচেতনতামূলক কর্মবিধি সংযুক্ত করা হয়েছে যা সকলের পরিপালনের জন্য উপরে দেয়া হল।