জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অগ্রণী ব্যাংকের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড-এ জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, কেক কাটা, ১০০ জনের স্বেচ্ছায় রক্তদান, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অগ্রণী এক্সচেঞ্জ হাউজ (প্রাঃ) লিমিটেড, সিঙ্গাপুর মোবাইল এ্যাপ এর মাধ্যমে দেশে সরাসরি রেমিট্যান্স প্রেরণের ব্যবস্থা উদ্বোধন সহ জাতির পিতার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এ দিনে ব্যাংকের খেলাপী গ্রাহকদের ঋণের দায়মুক্তির জন্য ‘খেলাপী ঋণ আদায়’ কর্মসূচী গ্রহণ করা হয়। ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৮৭১ জন খেলাপী ঋণগ্রহীতা তাদের ঋণের দায়মুক্ত হওয়ার পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিকভাবে চার কোটি চুয়ান্ন লক্ষ টাকা পরিশোধ করেন।