সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ এর মৃত্যুতে শোক বার্তা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এর মৃত্যুতে অগ্রণী ব্যাংকের পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীর পক্ষ থেকে মরহুমদ্বয়ের বিদেহী আত্মার প্রতি শান্তি ও মাগফেরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত অগ্রণীর পর্ষদের সফল পরিচালক ছিলেন। গত ১৫ জুন জোহর নামাজের পর ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজ ঘরে মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।