অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক/উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে গত ১১ জুলাই ২০২০ তারিখে অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে BACH, BEFTN & RTGS বিষয়ে একদিনের ট্রেনিং অনুষ্ঠিত হয়। মোহম্মদ শামস্-উল ইসলাম প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ পরিপালন করে গ্রাহক বান্ধব স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সকল সূচকে অগ্রণীর সর্বোচ্চ অবস্থানে উন্নীত হওয়া বিষয়ক গোল্ডেন ভিশন বাস্তবায়ন এবং ব্যয় সংকোচন ও ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিতকরণের মাধ্যমে মুনাফা সর্বাধিকীকরণের নির্দেশনা দেন। তিনি ভার্চুয়াল প্রশিক্ষণে অভ্যস্ত হতে সকলকে পরামর্শ প্রদান করেন। ব্যাকের ডিএমডি মো. আনিসুর রহমান এবং মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, এফসিএ, সিএফও এবং হেড অব আইসিসি বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ব্যাংকের বিভিন্ন শাখার এসও থেকে এসপিও পদমর্যাদার ন্যুনতম ১০০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সুপ্রভা সাঈদ, সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য প্রশিক্ষণটির ব্যবস্থাপনা ও হোস্টিং করেন।