অগ্রণী ব্যাংক এবং বিকাশ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

গত ২২ জুলাই ২০২০ তারিখে অগ্রণী ব্যাংক এবং বিকাশ এর কর্তৃপক্ষ পর্যায়ে অনুষ্ঠিত এক সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম, নিজামউদ্দীন আহাম্মদ চৌধুরী, সিএফও মো. মনোয়ার হোসেন এফসিএ, সিআইটিও মুহাম্মদ মাহমুদ হাসান এবং বিকাশের পক্ষ হতে সিইও কামাল কাদির, সিওও মিজানুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে সম্প্রতি চালু হওয়া বিকাশ ও অগ্রণীতে পরিচালিত ব্যাংক হিসাবের মধ্যে পারস্পরিক অর্থ লেনদেনের সুবিধা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করা হয়। বর্ণিত সেবার মাধ্যমে অগ্রণী ব্যাংক এবং বিকাশ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকগণ উপকৃত হবেন বলে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষণ করেন। চালুকৃত এই সেবার ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।