হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শাখার শুভ উদ্বোধন
হবিগঞ্জ জেলার অলিপুরে গত ২০ জুলাই ২০২০ তারিখে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শাখা নামে ব্যাংকের নতুন একটি শাখার শুভ উদ্বোধন হয়েছে। এটি ব্যাংকের ৯৫৭ তম শাখা।
নবনিযুক্ত শাখা ব্যবস্থাপক মো. সলিম উল্লাহ-র সঞ্চালনায় সীমিত আকারে উদ্বোধনী ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ কোম্পানির হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফ্যাক্টরির মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল হাসান। অন্যান্য অতিথি ছিলেন মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আব্দুল লতিফ, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানির সহ-ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, ব্যবসায়ী আলহাজ্ব আশরাফ উদ্দিন জিতু মিয়া। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক রাষ্টায়ত্ত একটি বৃহত্তম ব্যাংকই শুধু নয়, গ্রাহক সেবাতেও অন্যান্য ব্যাংকের চেয়ে সেরা। আমরা অগ্রণীর সেবার মান সম্পর্কে অবগত আছি। আমরা চেষ্টা করবো আমাদের প্রাণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি অগ্রণীর মাধ্যমে প্রদান করতে। তিনি সরকারের ব্যাংক হিসেবে অগ্রণীতে আমানত রাখা নিরাপদ ও অগ্রণীর বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং সবাইকে এ ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, সকলে মিলে সহযোগিতা করলে খুব শীঘ্রই নতুন শাখাটি লাভজনক পর্যায়ে উন্নীত হবে বলে আশা করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোলভীবাজারের অঞ্চল প্রধান আব্দুল লতিফ, সানাউল ইসলাম সুয়েজ, আলহাজ আশরাফ উদ্দিন জিতু মিয়া। অনুষ্ঠনে ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো. মোখলেসুর রহমান, মো. নান্নু মিয়া, বিদ্যুৎ চক্রবর্তী, কালী পদ দাশ প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সালেহাবাদ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান।