বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অগ্রণী ব্যাংক এর শ্রদ্ধা নিবেদন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. আনিসুর রহমান এবং মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফসিএ (সিএফও এবং হেড অফ আইসিসি), উপ-মহাব্যবস্থাপক বৃন্দ, এক্সিকিউটিভ ফোরাম, অফিসার সমিতি, সিবিএ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক প্রধান শাখায় সারাদিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।