খোকন সোনার রোজনামচা

ছবি- ইন্টারনেট থেকে প্রাপ্ত
ঘুম ভাঙে মোর মায়ের ডাকে স্কুলে যাই চলে
পড়ালেখায় ব্যস্ত জীবন, কাটছে যেন জেলে।
স্কুল আমার বড় দালান, নেই তো খেলার মাঠ
বইয়ের পড়ায় সময় কাটে পাঠের পরে পাঠ।
স্কুল থেকে ফিরেই বাসায় আরবী স্যারের পড়া
পড়ার সময় ঘুম-চোখ মোর নিত্য কানে ধরা।
দুপুর হলে গোসল করে খাবার দাবার সেরে
কোচিং ক্লাসে যেতে হবে বেলা তিনটার পরে।
কোচিং থেকে ফিরলে আবার বাসায় গণিত স্যার
পড়তে বসলে বুঝিনা কিছুই মাথাটা হয় ভার।
গণিত স্যারটা যাবার পরে মায়ের সাথে বসি
সারাদিনে ঐ সময়েই একটুখানি হাসি।
আমার নিজের নেইতো সময় লেখাপড়াই সব।
তবে, গ্রামের বাড়িতে দেখেছি যে শিশুদের কলরব।
পড়ছে, শিখছে, খেলছে সবাই মাঠে মাঠে কতো খেলা
সাঁতার কাটছে নদীর জলে পুকুরে ভাসায় কলার-ভেলা।
গাছের ডগায় উঠছে তারা পাখির বাসার খোঁজে
পরের গাছের পাকা ফল খেয়ে ভয় পায় না লাজে।
খেলাধুলা, লেখাপড়া ওরা করছে পাশাপাশি
আমরা শুধু খেলার চেয়ে লেখাপড়া করি বেশী।
আহা! এই শিশুদের জীবন যদি আমার জীবন হতো
আমার ভেতরের আমি ভাবতাম আমাকে রাজার মতো।
শিশির কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।