অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

কোভিড-১৯ এ বিপর্যস্ত কৃষি খাতকে গতিশীল করার লক্ষ্যে সরকার ঘোষিত কৃষি খাতে প্রদত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে “Agricultural and Rural Financing (Agro Based Business)” শীর্ষক দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর উপস্থিতিতে উক্ত কর্মশালায় রংপুর ও ফরিদপুর সার্কেলের ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তিনি অগ্রণী ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সম্পূর্ণ অংশই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিতরণের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মো. আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ড. আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক, আইসিডি।