ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণীয়ানদের মহাসম্মেলন ২০২০ অনুষ্ঠিত

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, মাঠ পর্যায়ের কর্মকান্ডে গতিশীলতা আনয়নে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা- কর্মচারীসহ সকলকে উজ্জ্বীবিত করার লক্ষ্যে ১১ সেপ্টেম্বর ২০২০ তারিখে অগ্রণীয়ানদের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। Zoom Webinar এর মাধ্যমে মহাসম্মেলনে প্রায় তিন হাজার জন অংশ নেন যার মধ্যে অগ্রণীর নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী সহ যুক্ত ছিলেন সকল সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধিগণ। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। তিনি করোনা পরিস্থিতিতে এধরণের আয়োজন করে এত সংখ্যক অগ্রণীয়ানদের সম্পৃক্ত করতে পারার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্‌-উল ইসলামের প্রশংসা করেন। সেইসাথে করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে ব্যাংকারদের প্রশংসা করে তিনি নৈতিকতা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসাথে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন পর্ষদের পরিচালক মাহমুদা বেগম, কাশেম হুমায়ূন, ড. মো. ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু এবং খন্দকার ফজলে রশিদ।ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে  আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সবাইকে বস না হয়ে লিডার হতে বলেন এবং বঙ্গবন্ধুর দেয়া নাম অগ্রণী যেন সবসময় সবার অগ্রে থাকে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। আইটি এন্ড এমআইস ডিভিশনের ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ- মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, সার্কেল প্রধান, বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও সেকশন ইনচার্জ, দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকতা, ২৮০ টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট, মালেশিয়াস্থ সাবসিডিয়ারি কোম্পানির ৬টি শাখা, সিঙ্গাপুরস্থ সাবসিডিয়ারি কোম্পানির ৪টি শাখা, কানাডাস্থ সাবসিডিয়ারি কোম্পানির শাখা, অগ্রণী ইসলামী ব্যাংকিং উইন্ডোর ১৫টি শাখা, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর  ৫০টি শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তা এবং অগ্রণী ইকুইটি এন্ড ইনভেস্টমেন্ট এর নির্বাহীগণ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.