বৈদেশিক রেমিট্যান্স বিতরণে বিশেষ কৃতিত্বের জন্য পুরষ্কার প্রদান
“অগ্রণী ব্যাংক লিমিটেড এর বিগত ঈদ উৎসব-২০২০ উপলক্ষে বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ১০টি শাখার ৭ জন শাখা প্রধান এবং ১০ জন রেমিট্যান্স সেবা প্রদানকারী কর্মকর্তাকে পুরষ্কৃত করার জন্য এক বর্ণাঢ্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর-২০২০ তারিখে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় পুরষ্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদানের মাধ্যমে অভিনন্দিত করেন। তিনি অন্তর্মুখী রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।