অগ্রণী ব্যাংকের মাসিক ALCOM সভা অনুষ্ঠিত
অগ্রণী ব্যাংক লিমিটেড এর Asset- Liability Management কমিটির সেপ্টেম্বর ২০২০ ভিত্তিক মাসিক ALCOM সভা ২৯ সেপ্টেম্বর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ এবং ALCOM এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের Asset- Liability Management সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও তিনি সরকারের কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের জন্য নির্দেশনা দেন।