বগুড়ায় অগ্রণী ব্যাংকের ত্রাণ বিতরণ

গত ২ অক্টোবর বগুড়া অঞ্চল কর্তৃক সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চালুয়াবাড়ি ও হাটশেরপুর ইউনিয়ন এবং সারিয়াকান্দি ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শেখ আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালক ড. মো. ফরজ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের উপ-পুলিশ কমিশনার হামিদুল আলম মিলন, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. বজলুর রশীদ, স্থানীয় আওয়ামী নেতা এফাজউদ্দিন প্রমুখ।