মো. আব্দুস সালাম মোল্যা ও মাহমুদুল আমিন মাসুদের ডিএমডি হিসেবে পদোন্নতি লাভ
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৪ অক্টোবর ২০২০ জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, অগ্রণী ব্যাংক লিমিটেড এর ২ জন, জনতা’র ৩ জন, রুপালী’র ১ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ১ জনসহ ৭ জন মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
ডিএমডি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অগ্রণী ব্যাংকের দুইজন হলেন মো. আব্দুস সালাম মোল্যা ও মাহমুদুল আমিন মাসুদ। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের নিজ ব্যাংকে ন্যস্ত থাকবেন। এই পদোন্নতি নির্বাহীগণের মেধা ও দক্ষতার স্বীকৃতি যা তাদের সামাজিক জীবনে নতুন মাত্রা যোগ করবে। অগ্রণী ব্যাংক পরিবারের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্তদেরকে আন্তরিক অভিনন্দন।