প্রিন্সিপাল অফিসার অংসাফু মগ এর ইন্তেকাল

শোক
অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের প্রকিউরমেন্ট এন্ড কমন সার্ভিসেস ডিভিশন (কমন) এর প্রিন্সিপাল অফিসার (নির্বাহী প্রকৌশলী) অংসাফু মগ ২৭ অক্টোবর ২০২০, ঢাকার মগবাজারে অবস্থিত দি বারাকাহ কিডনি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি কয়েক মাস যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন।