বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখায় স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু
সরকারি কোষাগারে সহজে যে কোন ধরনের টাকা জমা দেয়ার জন্য অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখায় স্বয়ংক্রিয় চালান পদ্ধতি (Automated Challan System) চালু হয়েছে। গত ৫ নভেম্বর ২০২০ এই পদ্ধতির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ. কে. এম. মুখলেছুর রহমান, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, পাবলিক রিলেশন ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. শরফুল আলম প্রমুখ। এখন থেকে এই শাখায় সরকারি ই-চালান সেবা পাওয়া যাবে।