ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

এপিএ পরীক্ষণ ও মূল্যায়নে অগ্রণী ব্যাংকের ‘প্রথম স্থান’ অর্জন

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাণিজ্যিক ব্যাংক সমূহের ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)-এর পরীক্ষণ ও মূল্যায়নে অগ্রণী ব্যাংক ‘প্রথম স্থান’ অর্জন করায় ১৬ নভেম্বর ২০২০ ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে এক উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। ব্যাংকের বোর্ড রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালী উল্লাহ, মো. আবদুস সালাম মোল্যা, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার সমিতি, সিবিএ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ। মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, ব্যাংকের সকলের সম্মিলিত প্রয়াসে এই সাফল্য অর্জিত হয়েছে। এজন্য তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.