অগ্রণী ব্যাংকে ভ্যাট অনলাইন পদ্ধতি চালু
অগ্রণী ব্যাংক লিমিটেড-এ ভ্যাট অনলাইন পদ্ধতি (VAT Online) চালু হয়েছে। ২৪ নভেম্বর প্রধান শাখায় এ পদ্ধতির উদ্ধোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (ভ্যাট অনলাইন প্রকল্প) কাজী মোস্তফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-এর উপ-মহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ্, মো. আবদুস সালাম মোল্যা এবং মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, প্রধান শাখার মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।