ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অগ্রণী ব্যাংকের ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ নীতিমালা ২০১৯ এর আওতায় গৃহনির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে ২০ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে অগ্রণী ব্যাংকের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান। চুক্তিতে অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহম্মেদ স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্বজিত ভট্টাচার্য্য খোকন এনডিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, উপ-সচিব মোছা. নাজনীন সুলতানা, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ এবং ড. আব্দুল্লাহ আল মামুন। এই ঋণ চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গৃহ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক থেকে স্বল্প হারে ঋণ সুবিধা লাভ করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.