ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী রেমিট্যান্স হাউজ সিংগাপুর প্রবর্তিত রেমিট্যান্স এ্যাপ -এর ‘ফিনটেক এওয়ার্ড-২০২০’ অর্জন

অগ্রণী ব্যাংকের ফ্ল্যাগশিপ রেমিট্যান্স কোম্পানি অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, স্থানীয় ফিনটেক কোম্পানি ‘ফ্লেক্সএম’ এর সহায়তায় চালু করা ‘মোবাইল রেমিট্যান্স এ্যাপ’ সিংগাপুর এর কেন্দ্রীয় ব্যাংক মনিটারি অথরিটি অব সিংগাপুর (এমএএস) কর্তৃক আয়োজিত ‘ফিনটেক ফেস্টিভাল-২০২০’ এ ফিনটেক এওয়ার্ড (Fintech Award) এর জন্য ৫৫টি দেশের ৩২৬টি উদ্ভাবন/সল্যুশন এর মধ্যে এশিয়ান ফিনটেক বিভাগে ৩য় স্থান অধিকার করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০-তারিখে অগ্রণী এক্সচেঞ্জ রেমিট্যান্স এ্যাপটি উদ্বোধন করা হয়। এর ফলে করোনা ভাইরাস মহামারীর মধ্যে সিংগাপুরস্থ প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে কিংবা আইসোলেশনে থেকে মোবাইলের মাধ্যমে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অত্যন্ত সহজে ও স্বাচ্ছন্দ্যে দেশে পাঠাতে পারছেন যা সিংগাপুরে প্রশংসিত হয়েছে। উল্লেখ্য অগ্রণী ব্যাংক রেমিট্যান্স আহরণে এক দশক ধরে সরকারি ব্যাংক সমূহের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.