ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ৯৫৯ তম শাখার কার্যক্রম শুরু

ফরিদপুর জেলার সালথা উপজেলায় অগ্রণী ব্যাংকের ৯৫৯ তম শাখা হিসেবে যদুনন্দী বাজার শাখার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২১ ডিসেম্বর ২০২০ তারিখ হতে একটি পল্লীশাখা হিসেবে শাখাটি কার্যক্রম শুরু করে। ব্যাংকের প্ল্যানিং কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের তথ্য মতে যদুনন্দী বাজার শাখার কোড নং-১১১১-১। কার্যক্রম শুরুর দিন উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর সার্কেল মহাব্যবস্থাপক সুরঞ্জন কুমার রায়, ফরিদপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বকশি, যদুনন্দী বাজার শাখার নবনিযুক্ত ব্যবস্থাপক মীর রুসমত আলী প্রমুখ।