অগ্রণী ব্যাংক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মধ্যে চুক্তি স্বাক্ষর
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর আলোকে দ্বৈবচয়ন প্রক্রিয়ায় বিদেশগামী বাংলাদেশী কর্মীদের নিকট হতে অনলাইনে অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণ এবং মধ্যস্বত্ত্বভোগী ও হয়রানীমুক্ত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ই-পেমেন্ট পদ্ধতি প্রবর্তনে গুরুত্ব অনুধাবন করে। এ লক্ষ্যে ১৮ জানুয়ারি ২০২১ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অগ্রণী ব্যাংক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মধ্যে অনলাইনে অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে অগ্রণীর যে কোন শাখা, বুথ এবং নিয়োজিত এজেন্ট কর্তৃক বিদেশগামী বাংলাদেশী কর্মীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণ এবং পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছসালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সামছুল আলম। চুক্তিতে অগ্রণী ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক জাকিয়া বেগম এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম-সচিব) নাফ্রিজা শ্যামা স্বাক্ষর করেন। এসময় অগ্রণী ব্যাংক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।