ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

এবিটিআই এর নতুন পরিচালক সুপ্রভা সাঈদ

উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই)-এর পরিচালক হিসেবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে যোগদান করেছেন উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। তিনি পরিচালক হিসেবে নিয়োগ লাভের পূর্বে এবিটিআই -এর সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতোপূর্বেও তিনি আরেকবার এবিটিআই এর অনুষদ সদস্য নিয়োজিত ছিলেন। কোভিড-১৯ এ বিপর্যস্ত পরিবেশে অগ্রণী ব্যাংকের ট্রেনিং কার্যক্রমে একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় তিনি জুম অ্যাপস এর মাধ্যমে এবিটিআই-তে সর্বপ্রথম ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করেন ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সিনিয়র অফিসার (এফএ) ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.