নাজির উদ্দিন আহমেদ এর ইন্তেকালে অগ্রণী ব্যাংকের শোক
অগ্রণী ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজির উদ্দিন আহমেদ ১৭ জানুয়ারি ২০২১ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ……..রাজিউন)। তিনি ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। তার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত। এক শোক বার্তায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, তিনি একজন দক্ষ, নিবেদিত ও পরিশ্রমী নির্বাহী ছিলেন। এ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান চিরভাস্বর হয়ে থাকবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।