ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংক ও প্রাণ ডেইরির মধ্যে চুক্তি

প্রাণ আরএফএল গ্রুপভুক্ত সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড দেশব্যাপী দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহকারীদের নিকট থেকে কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করে থাকে। প্রাণ ডেইরির পণ্য উৎপাদনে গতিশীলতা বৃদ্ধি এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সরবরাহকারীদের ঋণদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড সম্মতি জ্ঞাপন করে। এরই অংশ হিসেবে সরবরাহকারীদের ঋণদান বিষয়ে ২০ জানুয়ারি ২০২১ অগ্রণী ব্যাংক এবং প্রাণ ডেইরির মধ্যে একটি ‘Supply Chain Finance Agreement’ চুক্তি স্বাক্ষর হয়।
ব্যাংকের বোর্ড রুমে স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং প্রাণ ডেইরির পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.