ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের লোগো প্রস্তুতকারী ও জয় বাংলা স্লোগানের লিপিকার শিল্পী কামাল আহমেদ এর ইন্তেকাল

১৯৭২ সালে অগ্রণী ব্যাংকের লোগো প্রস্তুতকারক এবং ১৯৬৯ এর গণঅভ্যুত্থানকালে জয় বাংলা স্লোগানের প্রথম লিপিকার শিল্পী কামাল আহমেদ ২৪ জানুয়ারি ২০২১ কানাডার সময় রাত ১১টা ২০ মিনিটে টরেন্টো শহরের এক নার্সিং হোমে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ১৯৭২ সালে নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যাংক অগ্রণী ব্যাংকের মনোগ্রাম এবং টাইটেল তৈরি সহ পূর্ণাঙ্গ লোগো তৈরির কাজে নিয়োজিত সৃজনশীল টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। টাইটেলে অগ্রণী ব্যাংকের স্লোগান বাংলায় ‘দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ এবং ইংরেজিতে ‘Committed to serve the nation and it’s people’ কথাটি লেখা রয়েছে। এই আকর্ষনীয় ও দর্শনীয় লোগোটি তৈরি করার দায়িত্ব পেয়েছিল ঢাকার তৎকালীন বিখ্যাত বর্ণালী এডভার্টাজিং যার তিনি আর্ট ডিরেক্টর ছিলেন।

তিনি ষাট ও সত্তর দশকে পূর্ব পাকিস্তানের সকল প্রগতিশীল আন্দোলনে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন গুণী শিল্পী হিসেবে তিনি দেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অঙ্গণে সমধিক পরিচিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে কয়েকজন মেধাবী ও নেতৃস্থানীয় যুবনেতাকে নিয়ে অতি গোপনে স্বাধীন বাংলা নিউক্লিয়াস গঠন করেন। এই নিউক্লিয়াস সদস্যদের ঘনিষ্ঠজন হিসেবে বঙ্গবন্ধু তাঁকে বিশ্বের সাড়া জাগানো স্লোগান ‘জয় বাংলা’র প্রথম পোস্টারের প্রথম সৃজনী রূপকার শিল্পী হিসেবে নির্বাচন করেন। শিল্পী কামাল আহমেদ দেশের বহু খ্যাতিমান প্রতিষ্ঠানের লোগো প্রস্তুতকারক যেমন- যুবলীগ, বাস্তুহারা সংস্থা, স্বেচ্ছাসেবক লীগ, সোহরাওয়ার্দীর ক্রোড়পত্র, সার্জেন্ট জহুরুল হক স্মরণী, দৈনিক বাংলার বাণী -এর মাস্কহেডিং, ইত্তেফাক গ্রুপের জেনিথ প্রেসের লোগো, আন্তর্জাতিক ফিফা এর সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের ডিজাইন রচনা করেছেন। মৃত্যুর পূর্বে নব্বই উর্ধ্ব এই বরেণ্য শিল্পী কানাডার টরেন্টোতে একটি সেফহোমে বসবাস করছিলেন।

অগ্রণী ব্যাংকের লোগোকার এই গুণী শিল্পীর প্রয়াণে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় মোহম্মদ শামস্-উল ইসলাম ৭ মাস পূর্বে এই দেশ বরেণ্য শিল্পীর সাথে অগ্রণী ব্যাংকের লোগো তৈরির পূর্বাপর ঘটনাবলী নিয়ে টেলিফোনিক আলাপের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.