ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল অগ্রণী ব্যাংক

মহান একুশের ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর ওয়েবসাইট চালু হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২১ প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ওয়েবসাইটটির বাংলা সংস্করণ উদ্বোধন করেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকই সর্বপ্রথম বাংলা ওয়েবসাইট উদ্বোধন করলো।
উদ্বোধনী বক্তব্যে মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, বাংলাদেশ সহ বিশ্বমানবের চেতনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্মার্থ প্রতিনিয়ত গভীরতর হচ্ছে। ১৯৫২ সালে বাঙালির ভাষা আন্দোলনকে মাতৃভাষার প্রতি মমত্ব ও মর্যাদা প্রদর্শনের বিশ্ব-স্বীকৃতি হিসেবে জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে মহান ভাষা শহীদের মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষায় অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট চালু করা আমাদের জন্য গৌরবের এবং আনন্দের। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. ওয়ালি উল্লাহ, মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সিএফও, মুহাম্মদ মাহমুদ হাসান (সিআইটিও), মো. আখতারুল আলম, হোসাইন ঈমান আকন্দ, আইটি এন্ড এমআইএস ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক আফজাল হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন থেকে www.agranibank.org এই ওয়েবসাইট ইংরেজি ভার্সনের পাশাপাশি বাংলা ভাষাতেও চালু হওয়ায় দেশের ও প্রবাসের বাংলাদেশীরা অগ্রণী ব্যাংকের সকল প্রয়োজনীয় তথ্য আরও সহজে জানতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.