ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

করোনার টিকা নিলেন অগ্রণী’র চেয়ারম্যান ও এমডি

দেশব্যাপী করোনার টিকা প্রদান শুরু হওয়ার পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

করোনার টিকা গ্রহণের পর কোনো ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. শামস্-উল ইসলাম বলেন, নিজের পরিবার, সমাজ এবং দেশের স্বার্থে সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। বাংলাদেশ বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের একটি যারা শুরুর দিকেই টিকা নিশ্চিত করতে পেরেছে। পৃথিবীর এখনও অনেক দেশ টিকা পায়নি। অনেক দেশ আছে তারা কবে নাগাদ টিকা পাবে সেটার নিশ্চয়তাই পায়নি। সেখানে বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রম সারাদেশে সাফল্যের সঙ্গে পরিচালনা করছে। দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.