অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ

অগ্রণী ব্যাংক সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকতা মওদুদ আহমেদ কতিপয় দুস্কৃতিকারীর হামলায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি ২০২১ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি ২০১৫ সালে অফিসার (ক্যাশ) হিসেবে যোগদান করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এক শোক বার্তায় বলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত এই কর্মকর্তা নিজ দায়িত্বের প্রতি অবিচল থেকে ব্যাংকিং সেবা দিয়ে গেছেন। মৃত্যুকালে তিনি ৪০ দিন বয়সী একমাত্র কন্যাসন্তান, স্ত্রী, পিতা-মাতা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অগ্রণী ব্যাংকের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।