ভাষা শহীদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিন নয়, বাঙালির জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার মহান আন্দোলনের রক্তে লেখা স্মারক। বাঙালির ইতিহাসের অবিস্মরণীয় এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। করোনাজনিত মহামারির বাস্তবতায় ভিন্ন এক প্রেক্ষাপটে ২১ ফেব্রুয়ারি ২০২১ দিবসটি ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেসব শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয় স্মৃতির মিনার। খালি পায়ে শহীদ মিনারমুখী প্রভাতফেরিতে অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল বিষাদমাখা চিরচেনা সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ শ্রদ্ধার্ঘ্য অর্পণের এই পালায় সকালে নামে মানুষের ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি আরও দীর্ঘ হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ, মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম সহ ব্যাংকের সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।