অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদ খুনের বিচার দাবিতে মানববন্ধন
সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদ এর খুনের বিচার দাবিতে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি ২০২১ বিকেলে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অটোরিকশা চালক নোমান হাছানুর সহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে ওইদিন দেশব্যাপী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণের পাশাপাশি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আখতারুল আলম, উপ-মহাব্যবস্থাপক মো. মোজাফ্ফর হোসেন, মো. মনিবুর রহমান, শাহীনুর বেগম, শেখ মইনুদ্দিন, অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা রবিন, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন প্রমুখ।
গত ২০ ফেব্রুয়ারি সিলেটের বন্দরবাজারে হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত মওদুদ আহমেদের সাথে অটোরিকশা চালক হাছানুরের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হাছানুর সহ আরো কয়েকজন অটোরিকশা চালকের হামলায় গুরুতর আহত মওদুদকে আহমদ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যাংক কর্মকর্তার বড় ভাই আবদুল ওয়াদুদ ২১ ফেব্রুয়ারি অটোরিকশা চালক হাছানুরের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেছেন। মওদুদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় টেংগুরিপাড়া গ্রামে। মওদুদ তার বিবাহিত জীবনের দশ বছর পর প্রথম কন্যা সন্তানের জনক হন এবং ৩৯ দিন বয়স্ক এই নিষ্পাপ শিশুটি এখন পিতৃহারা।