ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকে তাৎক্ষণিক প্রণোদনা ঋণ মঞ্জুরি প্রদান

অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের আওতায় উপযুক্ত গ্রাহক নির্বাচন এবং তাৎক্ষণিক ঋণ মঞ্জুরি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ মার্চ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান দিপ্তীময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, সার্কেল মহাব্যবস্থাপক মো. সামসুল হক, ঋণ মঞ্জুরিপ্রাপ্ত বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ, অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধান এবং অন্যান্যরা সংযুক্ত ছিলেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অর্থনীতিতে বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সিএমএসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহক নির্বাচন করে যোগ্য জামানত নিয়ে ন্যুনতম সময়ের মধ্যে ঋণ প্রদানে ঋণ গ্রহীতাদের সহযোগিতা প্রদান করার জন্য সকল অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.