সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সিঙ্গাপুরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড। ১৬ মার্চ বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তাউহিদুল ইসলাম, এনডিসি। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু কর্নারের নন্দিত উদ্ভাবক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল-ইসলাম এবং ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান উপ-মহাব্যবস্থাপক রূবানা পারভীন। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইং এর প্রথম সেক্রেটারি আহম্মেদ হোসেন ভুঁইয়া, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি এমদাদ হোসেন, বাংলাদেশ চেম্বার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ রহিম, সেক্রেটারি মো. সাব্বির হোসেন, অগ্রণী এক্সচেঞ্জ হাউজের পরিচালক এবং সিইও এ এস এম শরীফুল ইসলাম এবং অপারেশনস ম্যানেজার নেছার আহমেদ মিশুক সহ বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মো. তাউহিদুল ইসলাম অগ্রণী এক্সচেঞ্জ হাউজ-এ বঙ্গবন্ধু কর্নার স্থাপনের ভূয়সী প্রশংসা করে এ উদ্যোগের জন্য অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও-কে ধন্যবাদ জানান। তিনি অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সেবার মানের ধারাবাহিক উন্নতিতে সাধুবাদ জানান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।