বর্ণিল আয়োজনে অগ্রণী ব্যাংকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ওয়েবিনারে আলোচনা সভা
বাঙালির গৌরবের ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত পতাকার ৫০ বছর। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। ’৭১ সালের ২৬ মার্চ স্বাধীন অস্তিত্ব নিয়ে রক্তাক্ত পথচলা শুরু বাংলাদেশের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে মন্ত্রমুগ্ধ বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির যুদ্ধে; ঘরে ঘরে গড়ে তোলে অপ্রতিরোধ্য দুর্গ। ৯ মাসের গণযুদ্ধের পর এসেছিল বিজয়। উড়িয়েছিল বিজয় নিশান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্নমাত্রা। এর সঙ্গে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। লাল-সবুজ পতাকা হাতে তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের অভিবাদন জানিয়েছে জাতি। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে স্বাধীনতার জন্য প্রাণোৎসর্গকারী বীর সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা, গণহত্যায় প্রাণ দেয়া লাখো সাধারণ মানুষ ও ইজ্জত হারানো লাখো মা-বোনদের। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণ আদায়, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও ভিডিও ক্লিপস প্রদর্শন, বর্ণিল আলোকসজ্জা কর্মসূচীসহ ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে অগ্রণী ব্যাংক। দিবসটির তাৎপর্য নিয়ে ২৬ মার্চ বিকেলে ৩ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জুম ওয়েবিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ূন, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, ড. ফরজ আলী, তানজিনা ইসমাইল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ।
ড. জায়েদ বখ্ত ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরে অগ্রণী ব্যাংককে অগ্রে রাখার বিভিন্ন পরিকল্পনার কথা বলেন।
মোহম্মদ শামস্-উল ইসলাম অগ্রণীকে অগ্রে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে তাদের নিজ নিজ কাজ সঠিকভাবে পালন ও ব্যাংকের সকল সূচকে প্রথম হবার জন্য আহ্বান জানান।