অগ্রণী’র ডিএমডি মো. আনিসুর রহমান বেসিক ব্যাংকের নতুন এমডি
রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আনিসুর রহমান। ১৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। মো. আনিসুর রহমান ৩১ মার্চ অগ্রণী ব্যাংকে শেষ কর্মদিবস হিসেবে দায়িত্ব পালন করেন। আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।