ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

বাংলাদেশ ব্যাংকের সাথে অগ্রণীর রপ্তানীমুখী শিল্পখাত উন্নয়নের চুক্তি

রপ্তানীমুখী শিল্পখাতকে আরও আধুনিকায়ন ও প্রযুক্তিগত উৎকর্ষসাধনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিলের আওতায় অংশগ্রহণমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ব্যাংক সহ ১২টি ব্যাংক ও ২টি আর্র্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ব্যাংকের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফারাহ মো. নাসের। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অগ্রণী ব্যাংকের পক্ষে ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনবেল ফাইন্যান্স ডিভিশনের মহাব্যবস্থাপক খোন্দকার মোর্শেদ মিল্লাত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. আবদুল্লাহ আল মামুন। আবু ফারাহ মো. নাসের সবুজ অর্থায়নে অগ্রণী ব্যাংক প্রথম হওয়ায় প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। এ চুক্তি অনুসারে কার্যক্রম সম্পন্ন হলে রপ্তানীযোগ্য শিল্পখাতের পাশাপাশি রপ্তানীমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হবে যা সরকারের রূপকল্প ২০২১ এবং ২০৪১ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।  ২০২১ সালের মধ্যে রপ্তানি আয়  ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.