অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্টের ৭৬তম পর্ষদ সভা
পুঁজিবাজার সংশ্লিষ্ট অর্থনীতির গতিপ্রবাহ চলমান রাখতে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ৭৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। এতে সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিন, অগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, কোম্পানির পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ, নাসির উদ্দিন আহম্মেদ এফসিএমএ, অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও (চলতি দায়িত্ব) অরুন্ধতী মন্ডল ও কোম্পানি সচিব মো. তারিকুল ইসলাম। সভায় অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যক্রমকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।