এবিটিআই-এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক ২১ এপ্রিল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জুমের মাধ্যমে এই কর্মশালার সমাপনীতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এসময় তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে অগ্রণী ব্যাংকের প্রথম স্থান পূর্বের ন্যায় বহাল রাখার পাশাপাশি অন্যান্য সকল ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এবিটিআই এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন সেন্ট্রাল একাউন্টস ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক দেবব্রত পাল, এপিএ’র টিম মেম্বার মো. ফয়সাল আহমেদ প্রমুখ। কর্মশালায় সকল ডিভিশনের প্রধানগণ, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা সংযুক্ত ছিলেন।