ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন অগ্রণী’র চেয়ারম্যান ও এমডি

দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন (বামে) চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত এবং (ডানে) এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (এমডি) মোহম্মদ শামস্-উল ইসলাম সহ আরও কয়েকজন উর্ধ্বতন নির্বাহী। ১৩ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হসপিটালের টিকা কেন্দ্রে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেন।
করোনার দ্বিতীয় আঘাতের সময় দেশের মানুষ সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. জায়েদ বখ্‌ত।
মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, নিজের পরিবার, সমাজ এবং দেশের স্বার্থে সবারই উচিত করোনা ভ্যাকসিন গ্রহণ করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.