ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত

ভার্চুয়াল বোর্ড সভার একাংশ

করোনাকালীন লকডাউন সময়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২১ পরিচালনা পর্ষদের ক্রমানুসারে ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯ এপ্রিল ৭২১তম, ২২ এপ্রিল ৭২২তম, ২৬ এপ্রিল ৭২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এ সভাগুলোয় অংশ নেন পরিচালক কাশেম হুমায়ূন, ড. মো. ফরজ আলী, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ইসমাইল, মফিজ উদ্দিন আহমেদ, পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ্ ও কোম্পানি সচিব খন্দকার সাজেদুল হক সভাগুলোতে সংযুক্ত ছিলেন। সভা সমূহে ব্যাংকের নিয়মিত কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.