অগ্রণী ব্যাংকে ঈদ পরবর্তী আলোচনা সভা

প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ঈদ পরবর্তী আলোচনা সভা
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ১৭ মে ঈদ পরবর্তী কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের আহ্বানে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম সহ সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধানগণের উপস্থিতিতে ব্যাংকিং সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা ও সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দেয়া হয়।